তুমি আসোনি

আহম্মেদ হোসেন রাজু

 

তুমি আসবে বলে বৃষ্টি এসেছিল

না বলে এসেছিল শনশন পাখির ঝড়,

ক্যাকটাস কন্যার সাথে হয়েছিল কথা

বাতাসে মিশেছিল শিমুলের রেণুকা।

নদীতে ছিল মিতালি ঢেউ,

আখের ক্ষেতে জ্বলেছিল জোনাকির দানা,

ঝাঁক ধরে এসেছিল স্বপ্নশালিক

জমেছিল অফুরমত্ম অবসর সময়,

একঠায় দাঁড়িয়ে ছিল দুরমত্ম বিকেল

পুকুরপাড়ের তালগাছটাও ছিল নির্বাক দাঁড়িয়ে।

দূর মসজিদ থেকে ভেসে এসেছিল দরদি আজান

মধুতে ভরেছিল মহুয়ার বন,

ওপারের নিঃসঙ্গ মন্দিরে বেজেছিল ঘণ্টাধ্বনি

তুমি আসোনি – শুধু তুমি আসোনি।