তুমি একালব্য

দুলাল সরকার

 

বারবার তোমাকেই প্রমাণ করতে হবে তুমি একলব্য

তোমাকেই প্রমাণ করতে হবে গুরুকে সন্তুষ্ট করতে

তোমার ধনুর গুণ সঞ্চালনে সুদক্ষ বৃদ্ধাঙ্গুলি কেটে

গুরুকে সন্তুষ্ট করতে এ-যুগেও গুরুদক্ষেণা হিসেবে

গুরুকে দিতে হবে মেধা, বৃদ্ধাঙ্গুলি,

শ্রম ও বিভক্তির মতো শ্রেণিসংগ্রাম, খনির অন্ধকার…

 

শীতার্ত রাজপথে শুয়ে রাত্রি মন্থনশেষে

জীবনের প্রতি ঘৃণা, তীব্র ঘৃণায় জন্মদাত্রী

ও জন্মদাতা পিতাকে বলতে ইচ্ছে হয় শুধুই পথের কুকুর…

 

তোমাকেই এই কনকনে শীতভোরে উঠে

কাদাজলে নেমে উর্বর মাটির বুকে

শস্য উৎপাদনের জন্য দায়বদ্ধ হয়ে বারবার

তোমাকেই আর্যপুত্র পার্থকে শ্রেষ্ঠত্ব প্রমাণে

গুরুর কাছে নতজানু হয়ে বলতে হয়

আমরাই তোমাদের দাস, আমরাই তোমাদের ভূমিপুত্র…

অধিকার রক্ষায় যুগে যুগে জীবন দিয়ে এভাবেই রচনা করতে হয় একুশ।