তুলনামূলক সন্ধি

হাবীবুল্লাহ সিরাজী
সামান্য ঠেলেঠুলে
কিংবা একটু কাত ক’রে
রাতকে গর্তের মুখে নামিয়ে দিলে
অথবা গুহার ঘাড়টি সোজা রেখে
অন্ধকারে চুবিয়ে নিলে
ভূগোল বই খুলতে পারতাম।
বরফপাতের দৃশ্যটি এখনো অমুদ্রিত …

হইচই ক’রতে-ক’রতে ভূমিকম্প বেরিয়ে প’ড়লো
যতোটা স্পর্শ করা যায়
একটু টেনে
বা কাঠ-খড় দিয়ে কিছুটা হ’লেও আগলিয়ে
যদি বুঝ দেয়া যেতো
রাঙা প্রভাত এবং গরম ভাত
তখন ইতিহাস কেউ না কেউ লিখতো।
রাস্তায় যেমন জ্যাম
আলেকজান্ডার ফিরি ক’রছে পিস্তা-বাদাম…

তারো বাইরে
নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে
চরিত্র নিয়ে এক প্যারাগ্রাফ এগোতে গেলে
সেটিও ভার্চুয়্যাল
তবে কি কেবল দশ আঙুলের বাইরে
গোলমরিচের মতো এক পশলা ঝাল?