তোমাকে ঘিরেই

দুলাল সরকার

 

তোমাকে ঘিরেই যত স্বপ্ন জীব

অগ্নি ঘুম, ক্লান্তিহীন পথহাঁটা

তোমাকে ঘিরেই এতো জীবনের প্রতি নিবিড় আকর্ষণ,

যত মেধাবী মনের ফোটা –

সোহাগী রোদের গান, চাদর-জড়ানো ওম

যত ঝর্ণার স্বর, পাহাড়ি পাখির উদ্দাম ওড়াউড়ি

তোমাকে ঘিরেই যত হরিণীর চিত্রল বনচর

অর্জিত সফলতা, যত পাল তোলা নায়ের বাদাম

যত স্বপ্ন দেখা, যত তারা ফোটা আকাশের দূরাচল

নদীর দু-তীর ধরে ক্রমশ সাগরে হাঁটা

নতুন জীবন বোধ, সেই দেশপ্রেম

কলাপাতা কাঁপা, পতাকার পত-পত, সীমাহীন প্রাণাবেগ;

তোমাকে ঘিরেই উত্তোলিত হাতের বিদ্রোহ

সৌর-বলয়, বিরহী চাঁদের উপাখ্যান

বাংলা বর্ণমালা, নকশিকাঁথায় ফুটে চমৎকার

লড়াইয়ের মাঠে যাওয়া

শতবর্ষী গীতাঞ্জলি প্রিয় পাঠ

এত ভালোবাসা জীবনের প্রতি, এত গাঢ় অনুভব

তুমি শিখিয়েছ জীবন প্রত্যহ – আকুল আকুতি

নিবিড় আলিঙ্গন

পথচারী রৌদ্রের হাসাহাসি, সাহসের অমিত ধার।