তোমাকে বিদায়

রাতুল দেববর্মণ

আয়নায় ছায়া ফেলে
কখন যে চলে গেল
হৃদয়ে আকাশ মুদ্রণ করে
ফেলে রেখে দীর্ঘশ্বাস
বিদায় বিদায়

ধীরে বয়ে চলে চাঁদ
বাতাসের ধ্বনি নারী একাকিনী
ললাটের বিন্যস্ত চুল
অনন্ত স্বপ্নে লুটোপুটি খায়
বিদায় বিদায়

ফিরে যে চলে যায়
তার গান শুনি দূরের হাওয়ায়
যেভাবে নদীতরঙ্গের কল্লোল
ভাটিয়ালি সুরে ভেসে যায়
বিদায় বিদায়

পাশের জানালায় চোখ রেখে দেখ
ধূসরবিস্তৃত ভূমি দৃষ্টিহীন জমি
না বলা গানের কথা নীলিমায়
নিঃসঙ্গতায় একাকী হারিয়ে যায়

তোমাকে বিদায় জানায়!