তোমার গল্প

শ্যামলকান্তি দাশ

 

কীভাবে আসরে গল্প নামাও তুমি,

কোথা পাও এতো জ্বালা, পোড়া, দগ্ধানি,

কোত্থেকে আনো অত মাখো মাখো প্রেম,

এত সংঘাত… এতসব হানাহানি!

 

কীভাবে গল্প এত ছিলা- টানটান,

কোথা পাও শ্যাম-শ্যামাঙ্গিনীর কথা,

সংক্ষক্ষপে বলো, আরো বেশি সংক্ষক্ষপে,

কীভাবে ফাটাও জাদু ও বাস্তবতা!

 

ঈর্ষার চোখ… দাঁতে দাঁতে কিড়িমিড়ি,

হাঁড়ি-কলসিতে লুকোনো বারুদ ফাটে,

চাঁদের পাহাড়ে বায়ু বয় ঝিরিঝিরি,

মরা আগুনের ছায়া পড়ে ভাঙা খাটে!

 

তোমার গল্পে কত ধাঁধা, প্রহেলিকা,

মেঘরৌদ্রের অভূতপূর্ব ফাঁকি,

গল্পের শেষে সমুদ্র উত্তাল-

আমি জাহাজের সন্ধানে বসে থাকি!