তোমার জন্যে

দিলারা হাফিজ

 

তোমার জন্যে আকাশ বাড়ি, কবর-ঘাস, পাতালজলে

নিমজ্জিত সব কবরের খবর রাখি,

মাটির মতো ঠুনকো এমন মরণবানেও জীবন বাজি

তোমার জন্যে এখনো আমি যখন-তখন মরতে পারি;

তোমার জন্যে অপেক্ষাতুর বৃক্ষটিকে গভীরভাবে ভালোবাসি

তোমার জন্যে ধারাপাতের মরণবিলাস

কালের-পাতায় যুক্ত করি

 

তোমার জন্যে সান্ধ্য-ভাষায় এখনো আমি

দহন-জ্বালায় চিতায় জ্বলি;

তোমার জন্যে, শুধু তোমারই জন্যে

কিংবদন্তির পুষ্প-লতায় ফুটে উঠি,

তোমার জন্যে;

তুচ্ছ আমি, এই আমাকে কেউ কোনোদিন

আঁকেনি তো তোমার মতো

কালজয়ী কাব্যকলায় ॥