তোমার নাগকেশর

অলোকরঞ্জন দাশগুপ্ত

অনেক খুঁজে ফুটপাতের দোকানে পেয়ে যাই

তোমার ‘নাগকেশর’

জীর্ণ মলাট, উইপোকারা এসে

আমার প্রিয় কবিতাগুলি থেকে

মুছে দিয়েছে দু-তিনটি অক্ষর

ঠাকুর দেখতে গিয়েছে কারা সপ্তমীতে শ্রাবণধারায় ভেসে –

অন্যদিকে কবিরা আজ ব্যস্ত আছে তোমার অনুল্লেখে

একমাত্তর আমিই বুঝি পিছুটানের অাঁজলকাজল মেঘে

তোমার বেঁচে-থাকার পথের স্টেশনগুলো গুনতে-গুনতে চলি;

নদীয়া আর বরানগর, বনহুগলি, হিন্দুস্থান পার্ক

 

শহর এসে এখানে হলো সময়হীন শ্যামল শহরতলি

 

আর যখুনি আমার মাথায় তোমার নাগকেশর

ঝরতে থাকে আশ্বিনের শীতে

ছুটতে থাকি নবনীতার সঙ্গে সেটার সিংহভাগ নিতে –

সে আছে ঠিক উল্টোদিকেই

‘ভালোবাসা’-অঙ্কিত বাড়িতে!