তোর নামে পাখি পাঠালাম

হারিসুল হক

যা তোর নামে পাখি পাঠালাম

যে পাখি খুঁজতে যাবে তোকে
দূর কোনো গ্রামে একদিন।

যে গ্রামে আমি নেই
অথচ সে গ্রামে
আমার নামের মতো আর কোনো নাম
নেবে খুঁজে

যা তোর নামে পাখি পাঠালাম

যে নদীতে বান নেই সেইখানে গিয়ে
টুকুস মাছের গায়ে ঠোঁট বসাগে
যা – তোর নামে পাখি পাঠালাম

আমার তো ভয় বন্ধু নিজেকে নিয়ে
হিজল-তমাল বেশে একলা দাঁড়িয়ে।
এই পথ, বনপথ সবকিছু আর দিকে
গেছে যেন বেঁকে – আমাকে ছেড়ে
তবু, তোর নামে পাখি পাঠালাম

এখন কি রাত নাকি সূর্যাস্তকাল
এখন কি দিন নাকি ভাটার প্রথম টান
সাগরের দিকে
ভগ্ন খড়ম পায়ে দাঁড়িয়েছি কোন প্রহরে
কালের গোলাম হয়ে দুলছি দুপাশে
সখা তোর নামে পাখি পাঠালাম