ত্রিমাত্রিক অঙ্কনের মতো

তমিজ উদ্দীন লোদী

ঝুলবারান্দা থেকে দেখছি তুমি ঝুলে আছ তোমার কার্নিশে

টলোমলো পা তোমার, দুহাত ডানার মতো

স্ট্যাটোস্ফিয়ার ঘেঁষে যাওয়া কুয়াশার মতো মেঘ ছুঁয়ে আছে।

 

যেন বহুরঙা ঘুড়ি, সুতোছেঁড়া, উড়ছে স্বাধীন ইচ্ছের মতো

জলো কি ঠান্ডা বাতাসের ঘোর এসে ছুঁয়ে যাচ্ছে

তোমার আঙুল আর ঈষৎ লিপস্টিক-ছোঁয়া ঠোঁটের কম্পন।

 

ত্রিমাত্রিক অঙ্কনের মতো

যেন ক্যানভাসে ফ্রিজ হয়ে আছে মাতিসের ছবি।

কিংবা তুমি যেন এক পরি

আরব্য রজনীর পাতা থেকে উড়ে এসে বসে আছ তোমার কার্নিশে।