দশ আঙুল

রেজাউল কারীম

এইভাবে গল্প শুরু হয়ে গেল
সবুজ জপমন্ত্র থেকে বেরিয়ে
বেসামাল কাঁকরগুলো ঝাঁপ দিলো
রক্ত-মাংসের ফেস্টুনে।

তারপর মেঘ হলো।
গল্প নাড়তে নাড়তে পা রাখলাম ঘরে।
আমার সে কী আনন্দ!

তারপর রোদ এলো।
গল্প শুকোতে শুকোতে পা রাখলাম বাইরে।
আমার সে কী আনন্দ!

এইভাবে গল্প শুরু হয়ে গেল
ইতিহাসে ক্রমশ দ্রবীভূত হলো
পুতুলনাচের দশ আঙুল।