দাঁড়াও পথিকবর

বীথি চট্টোপাধ্যায়

[ফ্রান্সের মার্সাই শহরে অভুক্ত থেকেছেন কবি মধুসূদন ও তাঁর সংসার]

 

এস্টেট থেকে টাকা আসছে না হাতে

বাচ্চারা প্রায় কিছুই খায়নি রাতে,

না-পেলে খাবে কী? শুধু কটা বাসি রুটি…

পড়ে আছে দেখে, শুতে গেছে গুটিগুটি।

 

রাত শেষ হয়ে সূর্য ওঠার পরে

কী করে উনুন জ্বলবে কবির ঘরে?

তারা ঝিকমিক করে ফ্রান্সের রাতে

টাকা নেই শুধু সনেট আছে হাতে।

 

হিন্দু কলেজ বিলেতে ব্যারিস্টারি

রক্তে লুকোনো যশোরের জমিদারি,

বাংলা কবিতা তোলপাড় করে দিয়ে

যিনি বসবেন মেঘনাদবধ নিয়ে।

 

অভুক্ত তিনি ফ্রান্সের উপকূলে

একটা লাইনে দুনিয়া উঠছে দুলে,

চিঠি লিখছেন প্রিয়তম বন্ধুকে

সাগরদাঁড়ির ছেলেটি শুকনো মুখে।

 

– বাচ্চারা প্রায় কিছুই খায়নি রাতে

টাকা নেই শুধু সনেট আসছে হাতে…