দুটি কবিতা

জাহিদ হায়দার

ঘুমের কোনো ভবিষ্যৎ নেই

কিছু নেই, ঘুমের উজ্জ্বল বর্তমানে জেগে আছ তুমি;

জাগরণে তোমার ভেতর কবেকার এক স্বপ্নভোর

পাখির ডানায় উড়ছে। ঘুমাবার জন্যে ফিরছো বাসায়।

একটি চেনা মাধবীলতা শীতের বাতাসে অন্য কার্নিশে দুলছে,

তুমি তার সঙ্গ খুঁজে রৌদ্রতে চঞ্চল, বৃষ্টিতে ছিলে অধিক নীল;

মনে করা যাক,

আকাশের সাবলীল থেকে ফিরে পাখিটার ঘুম পাচ্ছে।

কিছুই করার নেই, তুমি জেগে আছ, মায়া হচ্ছে,

দেখে যেতে হচ্ছে ঘুমহীনতার নৈঃশব্দ্য।

সঙ্গী নেই তার, তোমারও, উড়ে যাবে দূরের পরানে।

ঘুমের উজ্জ্বল বর্তমানে শীত শুধু শীত।

 

 

উষ্ণ

তোমার স্পর্শের জন্যে আমি শীত ভালোবাসি।

আমাকে দিয়েছিলে শীতের রাজসিক দিন,

কুয়াশার ভেতর ভেজা জ্যোৎস্নার ভাবনা-বিষয়।

স্পর্শ এক অগ্নি-গল্প,

মানুষের আজো তাতে পক্ষপাত আছে;

আমাদের ঋতুসূর্য বাহুর বন্ধনে, স্নানে,

অধিক সাঁতারে ভেসে গেছে সমুদ্রের দিকে।

অনেকে, শীতের জয়মাল্যে দ্যাখে মৃত্যুর বিজয়।