দুটি কবিতা

হাফিজ রশিদ খান

ঝিরিগুলো শিশুগুলো

ঝিরিগুলো সুন্দর সকালে জেগে-ওঠা হাসিমাখা

শিশুদের মতো

পাহাড়ের স্তনে মুখ গুঁজে আনন্দে হাসবে

টলটলে জলে জুমিয়া মেয়ের চুলের বিন্যাসে

রংদার ফুলের খুশবু

ছড়াবে ঘরের মুখে ফেরার সময় হলে ওর

ওই ঝিরিগুলো

ওদের বুকের ঠান্ডা জলগুলো

জলের ওপর শুয়ে থাকা নম্র ছায়াগুলো

ঝোপের দারুণ নীরব মহল থেকে উড়ে আসা

কালো লাল নীল প্রজাপতিগুলো

শানদার রোদে ভাসমান

কিশোর-কিশোরীদের উচ্ছলতাগুলো

হাওয়ায়-হাওয়ায় আসবে বেড়াতে

প্রত্যেকের ঘরে-ঘরে

যখন সাজবে বনভূমি উৎসবের রঙে…

 

জেনোমিক্স

ভালোবাসি আমি পাহাড়ের ফুল

মম জীবনের আগে সকল প্রাচীন

ভালোবেসেছিল যারে একদিন

ভেবো না হে ফুল, খুব হালকা আদরে

বলছি এ কথা – ঠোঁটে অহংয়ের সিগারেট ধরে

আসলে তুমি তো জেনোমিক্সে আছো

বাহির সকল বাদ রেখে নিজের মতোই বাঁচো