দুটি কবিতা

অলোকরঞ্জন দাশগুপ্ত
পাখিদের খাবারদাবার
দীঘা থেকে আমি ঝিনুকের জালবোনা
চারুশিল্পের একখানি আলপনা
তুলে এনে যেই বাগানে শিরীষডালে
টাঙিয়ে দিলাম, শালিখেরা জানত না
তার আস্বাদে কীরকম সান্ত্বনা
গচ্ছিত আছে, ফলত উঁচকপালে
উড়ে গেল ওরা দূরের এক তমালে।

আমিও ছিলাম কাছেপিঠে অনাবাসী Ñ
তিন ঋতু পরে মালঞ্চে ফিরে দেখি
ঝুলে আছে জাল, ঝিনুকেরা সুনসান,
আমি বেঁচে নেই এই ভেবে তাহলে কি
পাখিরা বনেছে নন-ভেজিটারিয়ান?
যদি ধরে নেয় আমি অবর্তমান
আমাকেও খাবে এই সব আমিষাশী?

মডেল
পড়োশির টালির ছাদে
বসে রয় শিল্পী যেন
সুচারু মিনিয়েচার Ñ
নিদারুণ বাস-অ্যাক্সিডেন্ট,

ফলত এলেন আরেক
ইতিহাসসিদ্ধ পুরুষ
লিখলেন এই পাখিদের
আহা রে ওদের মাথায়

পড়োশির টালির ছাদে
বসে রয় অনঙ্কিত,
না পারে উড়তে ওরা
আলিশায় ঝরছে শিশির,
বুটিদার পায়রা দুটো
এঁকে দেন মনঃপুত
কী ছিল তাঁর কপালে
রয়েছেন হাসপাতালে।