দূরত্ব-০১

জুনান নাশিত

 

বন্ধ ছিল, দরোজাদুটো এখন খোলা

ফিরে যাবে? যাও

জেনো, পৌঁছাতে পারবে না

যতো কাছেই হোক

পল্টন থেকে বিজয়নগর।

 

জীবন মানে মৃত্যু,

মৃত্যু মানে কী?

জানতে চেয়ে চিবুক ছুঁয়ে ছুঁয়ে

যেদিন সাঁতারের গল্প বলেছিলাম

সেদিন থেকে ঝোড়ো বাতাস আর বৃষ্টি

বিড়ালের কান্না প্রতিটি ভোরে

 

দরোজা দুটো বন্ধ

বাইরে অপেক্ষায়

সাঁতারের গল্প আর অন্ধকার।