দেখে নিয়ো

হাসান হাফিজ

 

চিন্তা নিয়ে পড়েছি বিপাকে।

মগজে সে ঘূর্ণিঢেউ তোলে, নেচে যায় ছন্দোহীন,

উথালি-পাথালি জ্বরে তৈরি করে শরীরে কাঁপুনি

রিখটার স্কেলে যার মাত্রা বড়ো বেশি

এভাবেই হতে থাকে জীবনীশক্তির ক্ষয়

কমে আসে আয়ু, চারিদিকে অশান্তির বায়ু

বেয়াড়া সে-রক্তচাপ বাড়তে বাড়তে

আশা ছাড়তে হয়। জীবনের, সমৃদ্ধির।

নদী ভাঙে তীর। ভাঙতে ভাঙতে নিরাশ্রয়

ফুরিয়ে শূন্যতা ছোঁয় সমস্ত সঞ্চয়

রীতিমতো গৃহযুদ্ধ, আবেগের খুচরা অপচয়

নাই কোনো স্বস্তিসুখ শান্তি সমন্বয়

চিন্তা, তুমি প্রত্যাখ্যান করেছো প্রণয়

তোমাকে নাগালে যদি পাই কোনোদিন, শিক্ষা দেবো ঠিক

তোমার ক্ষমতা-দর্প তারপরে দেখে নিয়ো খর্ব হবে কিছু…