নদীই উপাত্ত যখন

হারিসুল হক

 

ক.

কী ছন্দে তুলি তাল

টুং টাং

নবাবি ঘরানা

 

ভিতরে যে ঝড় বয়

ভাঙে

এ কোন তারানা

 

খ.

এ  আমার ক’টাকে  ভাঙি

ষোলবার আছড়ালেও টোপর পড়ে না

তাই

ঝাঁকাই

 

গ.

নদীই উপাত্ত যদি

মেঘ কার শিখ-ী বাহন

ঘুমচোখে চেয়ে দেখি

সজারুর যাপিত জীবন

 

ঘ.

উল্টাও

উল্টাতে উল্টাতে  তুমি পেয়ে যেতে পার কোনো শামুক আবরণ

আঙুল চালাও

দ্যাখো জিভের পেছনে সাঁটা কানুনের কঠিন শেকল

 

ঙ.

নদী কি সমুদ্র হবে

গাঢ় নীল তুখোড় পস্নাবন

তাহাকে আসতে বলে

উজাড় আজ মহুয়ার বন