নদী ও কবিতা

রবিউল হুসাইন

 

এদেশের মানুষ উর্বর পলিমাটি তাদের বুকের ওপর দিয়ে আকুল

নদীগুলো সাগরের দিকে বয়ে চলেছে কুলকুল উন্মূল

কূলে কূলে শস্যাদি ফসল ফলফুল প্রজাপতি দূরে

রঙিন পাখা মেলে ওড়ে বাতাসের শূন্য পরিসরে

 

ডানায় ডানায় প্রতিসাম্যের বর্ণালী চিত্রকলাসম্ভার

কারা এইসব সৃষ্টির মৌলিক শিল্পী এত যে অপূর্ব অভিন্নতার

প্রতিটিই স্বয়ংসম্পূর্ণ অথচ ভিন্ন ভিন্ন অবয়বে অসাম্যের

সমন্বয়ে অনন্য নির্মল নিয়মে নদীগুলোও প্রাকৃতিক অর্জনের

 

বন্ধনে বাঁধা প্রতিটির পরিচয় কী যথাযথ নামের পরিপূর্ণতায়

এমত আহবানে নদীদের শাশ্বত নান্দনিক নামকরণের মমতায়

কবিতার শিরোনামে নদীগুলো কবিতাসম কবিতাও সহস্র

উৎস-নদী হয়ে জলের অগাধ শব্দসমুদ্র নিয়ে অগণন অজস্র

 

পঙ্ক্তিস্রোতে গড়িয়ে গড়িয়ে বোধানুভবে নিঃসীম আকাশগঙ্গায়

নীরব নিঃশূন্যতা স্বাগত সাবলীলতা তাই নদী ও কবিতা একই পথিক বহির্সীমায়

Published :


Comments

Leave a Reply