নদী হত্যাকারী

গোলাম কিবরিয়া পিনু

 

নদীও যখন শুকিয়ে যায়

মদনের লোভে –

তখন ধাতুনির্মিত রক্ষাকবচে কী হবে?

 

নিমগাছের পাতা নেই কারও শরীরে –

নদীবিধৌত মানুষেরও

ত্বক তৈরি সজারু ও গণ্ডারের চামড়ায়!

কী আশ্চর্য কাল এসে যায়

লঞ্চ ও নৌকায় চড়ে আছে

নদী হত্যাকারী!

 

কোকিলের স্বর

ভূত-পেত্নির স্বরগ্রামে আটকা –

অন্নদাতা আর দীক্ষাদাতা

আমলকী বনে গিয়ে আর ফিরছে না!

 

অশ্লীল ও কদর্য দলনে

নদীও দূষিত!

নদীও হয়েছে পুষ্করিণী –

ঋণী রয়েছি নদীর কাছে – ভুলে যাই!

Published :


Comments

Leave a Reply