নার্গিস

মুহম্মদ নূরুল হুদা

ছায়া নেই মায়া নেই, নেই সেই কায়া
ইতিউতি প্রজাপতি, স্মৃতি আবছায়া
যখন অধরা নামে পুকুরের ঘাটে
আঁধারে কাঁপন তুলে কারা যেন হাঁটে
মেঠোপথে দৌলতপুরের –
এখানে এখনো দ্বন্দ্ব সুর-অসুরের;

পূর্ণিমার বুকে তাই খুঁজি না এ মুখ,
অমাবস্যা হানে না তো ব্যথার চাবুক,
গলায় পরেছি শুধু বিস্মৃতির মালা :

ফুরায় স্পর্শের সুখ, ফুরায় না জ্বালা।

কবির কবিতা আমি, কবিতার কবি
আমাকে যে ভুলে যাবে, সে চির অকবি।