নিঃসুর

পিয়াস মজিদ

সমুদ্রধ্বনিতে বধির হয়েছি
অনন্ত অগ্নিপ্রপাত।
শুধু এক নিরালা রাত্রি
কাফ্রি পরির মতো বয়ে গেছো
সেই জলদগ্ধ জীবনে আমার।
আলো-আঁধারির
এই অনুপম বন্দিশ
ঝরে পড়ি টুপটাপ
নীলিমার মেঘলা জলসা থেকে।

আমার মরণে ভারাতুর
ইত্যাকার সুরের ফোটায়
একদিন ঠিক পাবে
নিকষিত রৌদ্র।