নিতল গহবর

মাহবুব সাদিক

স্বপ্ন দেখার মতো চোখ নেই আর কারো

প্রাচ্যে কিংবা দূরপ্রাচ্যে

তবু গভীর বিস্ময়ে দেখি কোমল রোদের নিচে

কোদালের ফালে বাংলার কৃষকেরা

নক্ষত্রের মতো জ্বলজ্বলে স্বপ্ন খুঁড়ে তোলে,

যদিও মাটি নেই আর

নেই প্রকৃত ও প্রাকৃত মানুষ

পায়ের তলায় কালো নিতল গহবর

আলোড়িত হওয়ার মতো হৃদয়ের সুনন্দ উদ্ভাস

কোথায় স্থিরতা পাবে কেউ তা জানে না;

 

স্বপ্ন দেখার মতো চোখ নেই আর কারো

তবু বড্ড বেশি উঁচুয় উঠেছো তুমি কাগজের ঘুড়ি

ভারি ফুরফুরে উড়ছো হাওয়ায়

তুমি বাংলার কৃষক –

তোমার শরীর ভরা

কালের ভাঁড়ার থেকে নেওয়া ভান ও ভণিতায় রাঙা

এ-কালের বাহারি পোশাক –

তোমার লেজে খেলছে পাশ্চাত্যের মাতাল বাতাস

যদিও মাথার দিকে সুন্দা বেতের ফালিতে বাজে

বড় বেশি দেশি গীত –

 

স্বপ্ন দেখার মতো চোখ নেই আর কারো

সব চোখ করপোরেট বাণিজ্যের তলে নিলামে উঠেছে

তারপর শুকিয়েছে খররোদে

তবু দেখি উড়ছো তুমি ফুরফুরে বিদেশি হাওয়ায়

এ-হাওয়ায় মিতালি নেই – মৈত্রী উধাও

স্বপ্নও নেই কোনো

মাটি নেই – পায়ের তলায় কালো নিতল গহবর।