নিশিজন্ম

নাজমীন মর্তুজা

 

যাক রজনীতে ঝড় হয়ে যাক তুমুল

তোমায় বৃষ্টির গানে সাজাবো –

সম্পূর্ণ রাতের শেষে প্রিয় পরিচ্ছন্ন ঘুমে!

আমার অনিয়ম লাবণ্য সরোবরে

আত্মার পূর্ণস্নান করো

জেনে রেখো

আমার শরীরের উপত্যকায় খুঁজে পাবে

নিরাকার সত্য ও প্রত্যক্ষ বাস্তবের সন্ধিক্ষণ।

 

আমরা উঠবো গগনতলে সমস্ত কুজ্ঝটিকাকে দূরে ঢেলে

অযুত আঙুলের ছোঁয়ায় জ্বলে উঠবে

শরীরে জল মাটি ঘাসের আলো

জেগে উঠবো আর-এক জন্ম নিয়ে

স্বেচ্ছাচারী ঘুম ভেঙে।