নিশীথ নিশীথ

শুভাশিস সিনহা

 

(বাবাকে)

 

নিশীথ নিশীথ!

 

শুনল না কেউ

নিশীথ বাড়িতে নেই

অন্ধ বন্ধ মনের ভিতর

মন্ত্রে মন্ত্রে যাত্রাপথ খুলে

বাঁশপাতি সাপের মতো সে ঢুকে গেছে

মহাগোধূলির ঘরে

 

ঘরে তোর বউ বাচ্চা

মাটিতে লুটিয়ে কাঁদে

আলোর সোনার ফুল গাছে গাছে

কামনা জাগায়

 

ঘোর হতে চাওয়া তিথি

পায়ের ঘুঙুর খুলে

ফাঁস নেবে,

দাঁড়াল গাছের নিচে

 

ঝাঁকে ঝাঁকে দুরন্ত তারকা

আসছে মিছিল করে

তোর চুলে

মুখের রেখায়

হাতের মুঠোয় ঢুকে যাবে হড়হড়

 

নিশীথ নিশীথ!

 

হা-নিশীথ কোথায় উধাও।