নীলপরি

সজীব সাহা

 

পরিটার নীল জামা

তার নাকি তিন মামা।

 

সারাদিন খায় না

ইশকুলে যায় না।

 

শুধু খায় বিস্কুট

আর খায় কোক

বাইরের খাবারেতে

শুধু তার ঝোঁক

 

পরি খুব বোকা না

দেখতেও রোগা না।

তারপরও দাদি বলে

বেশি করে খা,

মা বলে, বাবা বলে

ইশকুলে যা।

 

কিন্তু সে-পরিটার

মনটা তা বোঝে না

লেখাপড়া, ইশকুল

এইসব খোঁজে না।

 

মন তার চায় শুধু

পাখি হয়ে উড়তে

এই ডালে ওই ডালে

মন চায় ঘুরতে।

 

মন চায় আকাশেতে

ডানা মেলে ধরতে

পরি নয় পাখি হয়ে

ওড়াউড়ি করতে।