নীল কষ্টের বয়ান

দেলোয়ার হোসাইন

বিড়ম্বনা পোহাতে হবে বলে আমি আমার মুখের লাগাম টেনে রাখি
বেহায়া সন্দেহ আমাকে তবু আটকে রাখে অস্থির কানাঘুষায়, বেহুঁশ
বাতাসে ভেসে আসে নীল কষ্টের বয়ান। আমি দুই হাত দিয়ে কান
চেপে ধরি, তবু মন ভাঙার শব্দ আমাকে দুমড়ে-মুচড়ে কাত করে রাখে
বেদনার উঠানে। আমি বেদনার গালে শেষ চুম্বন দিয়ে নিজেকে নাইতে
নিয়ে গেলাম শ্রাবণের শুদ্ধ জলে। মিথ্যে আবেগে শুদ্ধ হওয়ার ডুবসাঁতার…
আমি তো শ্রাবণেরই সন্তান, কাঁদতে কাঁদতে বড় হয়েছি! স্বপ্নের নির্মম
আদরে নগ্ন চোখের জলের আজ আর কোনো লজ্জা নেই। ঘৃণার আগুনে
দাউদাউ করে জ্বলছে আমার বুকের পিদিম। এতো আগুন, যে-আগুন
তুমিই প্রথম জ্বালিয়েছিলে… তবু তোমার তাতে কিছু যায় আসে না…!