নীল ধুতুরা

যেন এ অবুঝ তারুণ্য কারো চোখে না পড়ে

সারা চোখ মুখ ঢেকে রাখি শুধু কালো কাপড়ে

কেউ কেউ ভাবে আতঙ্কবাদী, শেষে যেই দ্যাখে

কোনো-কিছু আর বদলে দিই না, ক্ষমা চেয়ে যায়,

এমন সময় যখনই বৃষ্টি আঙিনা ভেজায়

তোমার কাছেই আশ্রয় নিতে করেছি কামনা,

পৌঁছুতে গিয়ে আবার আরেক সতর্কপনা

যদি তুমি ভাবো তোমাকে চাইতে এসেছি আবার

সারাটা শরীর আবজিয়ে রাখি নীল ধুতুরায়।