নুনচিত্র

হাবীবুল্লাহ সিরাজী

 

অন্ধকারে নীল পিঠ ভেজে

গন্ধ পায় ফেনা

ও কাঁকড়া – যতো জরিমানা, দেনা

তোমার বত্রিশ পেলে

জিহবা-ঠোঁটে মিশ্রমদ

একান্ত ভ্রমণ শেষে অঙ্গাঙ্গি নুন

বিস্ময় তো কর্ণফুলি!

 

উল্টে আছে চিনেমাটি

জট-মূল ছত্রিশের তাপে

ক্লাং টপকে গোম্বাকে উঁকি দিলে

নাসিকার অগ্রভাগে নুনের আস্তানা

ভালুকের থাবার মতো অজানা উপত্যকায়

সম্ভাবনা বেসামাল!

 

জলে যে থমকে আছে সেতুর বিশ্রাম

তার নখে দাগ পড়ে

খোলতাই আটত্রিশ

তক্ষকের কুহক নিয়ে নানা প্রান্তে

ও বুড়িগঙ্গা, ও সন্দেহত্রিফলা

প্রণয় যে আমারও লাগে!

 

বিস্ময়, সম্ভাবনা এবং প্রণয়

যে পাই যা পাই

নোনাফল – খুনোখুনি নুন!