পটুয়া

রণজিৎ অধিকারী

 

ওদিকে ও কার ঘর আলো জ্বালা!

আরো ঘর, তারপরও ঘর

যেদিকে তাকাই অজস্র ঘর গাঁথা।

 

পটুয়া এঁকেছে বেশ

কত বড়ো পটে অত অত বিন্দু ধরে রাখা।

 

পটুয়া কি জানে টের?

কে জানে

এই পট কোথা থেকে আনা!

 

আমি বেশ মনে মনে পটুয়াকে ধরি

সে হাসে – পাগল

কিছুই জানে না সে যে

কেন এই পট

কেন এত ঘর আর অত আলো জ্বালা!