পতিতপাবনী

গোলাম কিবরিয়া পিনু

পড়শি, আমার বিপদের সময়ে আরো
মূল্যহ্রাস করে ঠেলে দিলো
পতনের মুখে!
পড়পড় অবস্থায় যখন কারো
হাত ধরতে চেয়েছিলাম –
তখন পালক-রক্ষক ও অধীশ্বর হয়ে
কেউ ঝাঁপ দিয়ে পতিতপাবনী হয়নি!
পত্রপাঠ শুধু! মুখে মধু শুধু!
ক্ষতস্থানে জড়ানোর জন্য –
একখ- কাপড়ের টুকরোও পাইনি!
প্রতিবেশী উত্তরীয় পরে শুধু
– আগুন তাপাবে?
ধাতুপাত গলিয়ে নিজেরই অলংকার তৈরি করবে শুধু?