পথকানা

বিমল গুহ

 

হাঁটতে হাঁটতে এত পথ এসেও

রাস্তা ও পথের ঠিক পার্থক্য বুঝি না,

রাস্তাকে বরাবর দুরতিক্রম্য মনে হয়

পথ বলি – কল্পঝোপ ঘরের আঙিনা!

 

পাখিরা যে-পথে ওড়ে

সে-পথেই খুঁজে পায় নীড়,

অর্জুনের ছায়া ধরে ঝিমোয় শকুন

চেনাপথ বলে তার কিছু জানা নেই

রৌদ্র যেই তেতে ওঠে ভরবেলা

পাতার আড়াল ভাঙে পালকের ওম।

 

পথ বলতে আজো বুঝি বাড়ির ঠিকানা,

কোথায় ছুটছে ওই পথভোলা রাস্তার মানুষ

তাকেই কি বলে পান্থ ত্রস্ত পথকানা!