পথভোলা

শ্যামলকান্তি দাশ

 

দিকে দিকে তোমার শতেক পথ,

আমবনে জামবনে,

কাঁঠালছায়ায়।

রসে ভরা অঢেল সুচারু ফল,

কাগা খায় বগা খায়,

পোলাপান খায়।

তোমার প্রতিটি পাতা একরোখা,

ঢেউ তোলা ফুঁসে ওঠা,

অনুমানে চিনি।

ঢুকেছি নিজের মতো নিরিবিলি,

কোথাকার পথভোলা –

বেরোতে পারিনি!