পদচিহ্ন

শেলী নাজ

প্রাণ পেতে বসে আছি পাবো বলে তোমার পায়ের চিহ্ন
তোমাতে আক্রান্ত রাতে অনিদ্রা শুয়েছে চক্ষুতে
ব্রজধামে পাঁজর পেতেছি তোমার বজ্রপাত নেব বলে
নিষেধের আংটা খুলে ধরিত্রী আমার লুটিয়ে পড়ল
তোমার রক্তাভ পায়ের পাতায় ধরা দিতে

দেখা পাবো ভেবে চোখ পেতে নিচ্ছি এই অদর্শন
মুমূর্ষু শরীর, বেজে ওঠে øায়ুতল তোমার উপলে
বৃক্ষের নবীন রং শরীরে মাখব বলে আদুরে বিড়ালী হয়ে
পদপ্রান্তে বসে আছি আমি পুরাতন, তুমি পিষ্ট করো
প্রহারে প্রহারে চূর্ণ স্বপ্ন, তুষ্টিহীন, কুড়িয়েছি দ্বারভাঙা ঘরে
দেহ পেতে বসে আছি, খুলে রেখে সপ্ত পারাবার
মারণাস্ত্র পুঁতে দাও, জলে, স্থলে, নিদ্রার তিমিরে

প্রেমের সমস্ত শাস্তি নিতে পদতলে জেগে আছি ধুলো
যতোই আঘাত করো প্রাণ ফেটে জাগে তপ্ত, তীব্র প্রেমগুলো।