পনেরোই আগস্ট

চাত্তরের পনেরোই আগস্টের প্রসঙ্গে সকল বাঙালির মতো
আমিও গভীর ভিতরে কেঁপে উঠি।
বত্রিশ নম্বরের সিঁড়ি – টুঙ্গিপাড়া – আপনার তলপেটে বুলেট –
আপনার পাইপ – ৫৭০ সাবান – ৫৭০ সাবান –
চোখের পানি বাধা মানে না।

পনেরোই আগস্ট বাঙালির জাতীয় শোক ব্যক্তিগত শোককেও
টেনে বার করে।
আমার চোখ ভিজে ওঠে আমার পুত্রের জন্য
আমার জীবনসঙ্গীর জন্য
বঙ্গবন্ধু, আপনার জন্য
চোখের পানির স্বতন্ত্র রং নেই
চোখের পানি বর্ণহীন
আমার চোখে অঝোরধারায়
জল গড়িয়ে পড়ে।