পরকীয়া

মৈত্রেয়ী ঘোষ

 

আমি পরকীয়া করিনি তোমাকে

আপনার জন বলে জেনেছি।

একই ছাতের নিচে সহবাস করা

দুটি মন ‘পর’ – তবু পরকীয়া নয়।

 

সন্তানের ঘ্রাণের সুখে

সংসারের আবর্তে ফেরে নারী।

সাতপাক কবে তার খুলে গেছে,

মন ভেঙে চলে গেছে আপনার জন

বোঝা-না-বোঝার দোলে নয়ন,

থেমেছে সময়, আর

পলক পড়েনি তার চোখে।

 

পরকীয়া আমি করিনি তোমাকে

তবু, ‘পর’ই তুমি।

অজানা-অচেনা দ্বীপ আমরা দুজন

হয়ত এখন কোন পর-নারী –

তোমাকে টেনেছে বুকে, করেছে আপন।

 

এক নারী পুরুষের মন,

খড়কুটো খুঁটে এনে সাজায় যতনে।

আরজন বাসা তার ভেঙে দেয়

ভাঙে মন ভাঙে ভালোবাসা।

সমাজ নিয়ম গড়ে, দেহ পরকীয়া

প্রতিরাত শরীরী তবু পরকীয়া মন।