পরাগ আঁকা ফুল

বিশ্বজিৎ মণ্ডল

সেভাবেই তাঁকে দেখেছি, উত্তাল পদ্মা ভেঙে
ছুটে আসছে নিরন্তর শব্দের ধ্বনি…
পাড়ায় পাড়ায় হর্ষধ্বনিতে জেগে ওঠে
তাঁর অলৌকিক কলম
কতবার মাঝরাতে বিছানা ছেড়ে উঠে গেছি
তাঁর আঁকা অলীক জ্যোৎস্নায় ভিজবো বলে

কতবার উদাত্ত ডাকে খুঁজেছি, তোমার শব্দের ওম
দেখেছি প্রলুব্ধ হাতছানিতে কেউ যেন
সাজিয়ে দিয়েছেন, বাংলার এইসব অর্যমা উপবন

নিষেধ না মেনে গেয়েছি উটপাখির গান
সেইসব অস্থির বিকেলে শমীবৃক্ষের ডাল ছড়িয়ে
হকভাই উচ্চারণ করেছিলেন, ভালো থেকো
বাংলাভাষী ভাই

যাওয়া হল না, তাঁর সুঠাম বারান্দার নীল অন্ধকারে

দেখা হল না, প্রিয়তুতো পারিজাত বন….

এই তো চিত্রার্পিত আমি
মৃত গাছের ডালে উন্মুখ হয়ে খুঁজছি –
পরাগ আঁকা ফুল