পরিব্রাজক

অয়ন বন্দ্যোপাধ্যায়

 

ইচ্ছেকুসুম পাপড়ি মেলছে হোক শুরু এই খেলা –

ফাটল-গর্তে জমাট বাঁধল আহা আনন্দ-ঢেলা!

 

কুঁচবরণ কন্যে তাঁহার শ্রাবণরঙা কেশ,

খুঁড়তে খুঁড়তে হঠাৎ পাওয়া অনোখি ভিনদেশ…

 

নাকের পাটায় মুক্ত-ফোঁটা, হাসলে হুসেন ফিদা –

গড়ন বুঝি পাহাড়ি-পথ, উঁচু-নিচুর দ্বিধা…

 

চোখ ধাঁধানো যমজ-টিলা, মধ্যে গভীর ঢালু…

অল্প নিচের ভাঁজে ভাঁজে ঝরনা আলুথালু…

 

নাভির মতন চোরাবালি, তলায় গোপনটান –

ডুবতে ডুবতে হাত-পা ছোড়ার অনন্ত আহবান…

 

পাতাল ফুঁড়ে দাঁড়ায় উঠে দীর্ঘদেহী শ্রমিক

সামনে জেগে সভ্যতা তার – ইট-পাথরের জমিন…

 

খননকার্য শেষ হবে না; নিত্য আবিষ্কারক

টুকরো করে ছড়িয়ে দিলাম একের পর এক বারণ…

 

জন্ম হয়ে অন্য জন্মে চলুক অলীক পাড়ি…

বরফঝরা শুভ্রপথে অক্লান্ত পায়চারি

 

পরিক্রমণ – কেন্দ্রে আছে সেই যে কদম-মৌ

আতাগাছে তোতা পাখি ডালিমগাছে বউ