পসরা

অর্পিতা বন্দ্যোপাধ্যায়

 

আমার ভিতরে বাজার বসে রোজ

জমজমাট কেনা-বেচার ভিড়

অনেক কিছুর সঙ্গে বিক্রি হতে থাকি

আমিও একটু একটু রোজ

প্রচলিত বেঁচে থাকা ব্রণ-ওঠা আধখানা মুখ

বিক্রি হয়েছে কোন কালে!

কবে কোন ফুটের দোকান থেকে

কেনা হলো ছেঁড়া পাতা রবিঠাকুরের গান

দোকানি মূল্য নিল অকীক পাথর

তারপর কত কাল কত ফুটপাত

আমার ভিতরে আমি হেঁটে যাই রোজ

কতসব কেনা-বেচা সারি

তবু ওই পরবাসটুকু

নিজের প্রেক্ষিত খোঁজে শূন্য সিন্দুকে।