পাথরের চোখ

শামীম হোসেন

পাথরের চোখ – অশ্রু পড়ে না, দুঃখ ঝরে না

গাবগাছের নিচে জালবোনা দিনে কুড়িয়ে আনি

কিছু নিমপাতা রঙের মনের ময়না!

পাথরের চোখ শুধু চেয়ে থাকে, পলক পড়ে না…

 

অনেক নিশুতিরাতে যখন হরিণশিশু লুকিয়ে থাকে

বনের ভেতর আর খাঁ-খাঁ প্রান্তরজুড়ে শোনা যায় না

কোনো শুকনো পাতার মর্মর –

ডানা ঝেড়ে বিরহীঘুঘু ফেলে যায় ছোট্ট পালক

তখন অরণ্যময় জেগে ওঠে প্রাচীন বেদনা…

 

পাথরের চোখ শুধু চেয়ে থাকে, পলক পড়ে না

 

এদিকে মৎস্যশিশুর অভিমানী ঠোঁটে বাড়ছে ক্ষরণের ঢেউ

কালোরাতে জোছনার জাল পেতে বসে আছে চাঁদ

সমুদ্র নেচেছে তার উড়িয়ে শীতল বাতাস

মোহনায় এসে নদীরা ফেলছে দীর্ঘশ্বাস –

এত সুদূর বসন্তে কেন তবে কোকিল ডাকে না

 

পাথরের চোখ শুধু চেয়ে থাকে –

কেন তার অশ্রু পড়ে না, দুঃখ ঝরে না…