পারম্পর্যহীন পথচলা

মাহমুদ কামাল

জীবনের তীব্র স্রোত উপেক্ষা করে পড়ন্ত বেলায়

চলতে চলতে তার মনে হলো

এ তো ভুল পথ

এটা কোনো স্বপ্ন নয়

পথহারা পথিকের নিছক গল্প নয়

পারম্পর্যহীন পথের বিভ্রমে

হারিয়ে গেছে তার সৃজনশীলতা!

‘পথিক তুমি কি পথ হারাইয়াছ’

এ-কথা বলার আর কেউ নেই

গলিপথ, মেঠোপথ, মরু ও গিরিপথ,

আর রাজপথের সৃজনে

অবশেষে জেনে গেল

চোরাগলি, কানাগলি লক্ষ্যভ্রষ্ট নয়।

মনন গর্ভে তার যতটুকু অকষ্টকল্পনা

সরণি-নিগম তার উলটে গেল বাম থেকে ডানে

একি পথের বিভ্রম নাকি বিভ্রমই পথ!

জীবনের তীব্র স্রোত উপেক্ষায়;

পড়ন্ত বেলায়

চলতে চলতে তার মনে হলো

কানাগলি চোরাগলির পথিক সকল

বসে আছে মাথা উঁচু করে।