পারিপার্শ্বিক

উৎপলকুমার বসু

ভ্রমেরই পারাবত ভ্রমণে এসেছে।
বৃক্ষহীন, ছায়াহীন এই লোকালয়
শুধু মানচিত্রে লেখা, শুধু কাগজে চিহ্নিত –
মিথ্যা ও অবাস্তব। দিলো কি আশ্রয়

সৃষ্টিছাড়া তোমাদের মতো
দু-চারজন কবি ও চিত্রীকে –
যারা ভুল করেছিল আত্মনির্বাসনে
এই দেশে ঢুকে পড়ে? মৌচাকে

মধু চায় প্রাণপাখি – ওই ভ্রম-পারাবত –
ছায়া চায়, জল চায়, সে কোথায় পাবে?
বেলা যে গড়িয়ে গেল, ধুলো উড়ছে মাঠে,
দগ্ধকালীন রৌদ্র সত্যকাম নিজের স্বভাবে।