পিতা-পুত্র

শামস আল মমিন

 

খোকা,

আয় দেখি, বোস

একটু পাশে বোস

কোথা যাবি বিকালের এই ঝুরঝুরে হাওয়ায়

কেন সাথি হবি মৌন মেঘের মিছিলে

 

তার চেয়ে

আরো কটা পাতা ঝরা

আরো কিছুক্ষণ

চোখে চোখে থাক;

একটা চড়ুই পাখি… কী আশায়

পাশে এসে বসে।

 

খোকা বলে,

যাই…

আমি বলি, বোস…

আর একটু বোস…

কালো মেঘগুলো সরে গেলে

পথের কুকুর সব চলে গেলে,

তারপর না হয়…

 

ওর চলে যাওয়া দেখি;

দেখতে দেখতে কী যে মায়া গাঢ় হয়

কী যে সুখে ভাসি!

 

জলের আছাড় খাওয়া নরম মাটির মতো

আমিও ভাঙতে থাকি

আমিও ভাঙতে থাকি খুব

আমার ভেতরে।