পুকুর

কাজী সুফিয়া আখ্তার

 আমি স্বপ্নে কেনো যে দেখি বারবার

             আমার বাবার বাড়ির ভিতরে

 শাপলাফুলের মনোরম পুকুর। কী মায়া!

       পাড় জুড়ে গাছ-গাছালিতে ছাওয়া

 হাঁসেরা সাঁতার কাটে জলে রেখা টেনে

   আমিও পুকুরময় হাঁসেদের অনুসরণে

                          কাটছি সাঁতার…

   বাবার বাড়ির পুকুর দেখি না আঠারো বছর

      বিয়ালিস্নশ বছরের দূরত্বে শৈশব স্থির!

    তবু কেন স্বপ্নে বারে বারে আসে সেই সে পুকুর….

                                হে ঈশ্বর!

       আমি তো ছিলাম না অন্ধ পরগাছা

    প্রাণ-শ্বাস-খেকো ব্যাধি বেঁধেছে শরীরে বাসা

    দুর্বল দুই বাহুতে অপটু সাঁতারে তাড়াচ্ছি…

                              তাদের তাড়াচ্ছি…

   কেন তবে স্বপ্নেও কাটছি সাঁতার!

   মানুষের জীবন তো হাঁসেদের জীবন নয়

                               ভবিতব্য মেনে

                    মৃত্যু ঘ্রাণ বুকে                 শঙ্কিল জীবন-নদী সাঁতরিয়ে কতদূর যাবে মানুষ?