পূর্ণতার দিকে

আনন্দ ঘোষ হাজরা
 

তিমিরাভিষেক থেকে আলোকযাত্রায় যেতে যেতে

আমরা কেবল ভাসি শূন্যতার অসীম সাগরে

অথচ চতুর্দিকে শুধু দেখি পূর্ণতা-পরিধি

ক্রমশই বড় হয়, বড় হতে থাকে।

তাহলে যা দেখি শুধু ভ্রম নাকি আমাদেরই খেলা

আমরা খেলছি তবু অনুভূতিহীন

অন্য এক সময়প্রবাহ থেকে বের হয়ে এসে

পূর্ণতার দিকে যেতে যেতে

                           কিছুক্ষণ শূন্যতায় ভাসা?