প্রকৃত শ্রাবণে

হারিসুল হক

 

এখন সকাল তবু মনে হয় জেগে আছি

অশেষ রাত্রির ভিতর। যেন ঘুম নয়

যেন তন্দ্রাচ্ছন্ন বোধের ভিতর

ডনরন্তর হেঁটে যাচ্ছি ছায়াময় আমি

দ্বিতীয় আমার সাথে

 

তবে কি মৃত আমি

বেঁচে আছি এই ছলনায়

মেলাচ্ছি সম্মোহিত পা প্রীত-জনপদে

 

আমি কি কারুর প্রেত নাকি আমার শরীরেরও

কোনো ভিন্নরূপ আছে আলো কিংবা বর্ধিষ্ণু অাঁধারে

 

হয়তো ছায়ার মতো অলখে দাঁড়িয়ে অন্য এক মানুষের

বিম্বিত চেতনা সুষুম্নার সবদিক স্পর্শ করে গেছে

হয়তো নদী নয় মজে যাওয়া নদীর মতো হাল্কা অনুভব

অস্পষ্ট স্বপ্নের মতো ভুরু ছুঁয়ে গেছে

 

হয়তো অনুজ্জ্বল চাঁদনি রাতে কিছু একান্ত ফিসফাস

দিক হারিয়েছে হঠাৎ বাতাসে। হয়তো অশান্ত জোনাক

পরম সংশয়ে ঢেকেছে দেহের আলো পত্রালির উদার আড়ালে

হয়তোবা পাহাড়ের বুক চেরা কোনো এক গোপন ফাটলে

ছন্নমতি বাদুর তার পাখা হারিয়েছে নির্জন ভুলে

হয়তোবা পাখি নয় পাখির মতোই কোনো পালকধারী

তুলছে দীর্ঘ হাই অলৌকিক শিসে

 

এখন সকাল তবু মনে হয় জেগে আছি কতরাত ধরে

কতরাত যেন কতযুগ ভাসছি বানের পানিতে

বানের পানিতে ঢেউ ওঠে শ্যাওলা ভাসে

 

স্মৃতি তো  ভাসে না কোনো প্রকৃত শ্রাবণে

 

ঢাকা, ২/১০/১৪