প্রতিদিন জীবিত থাকি

জলধি হালদার

আমার জামার বোতামের দূরত্ব কখনো

সমান থাকে না

ফলে ভেতরের ঘামে-ভেজা স্যান্ডো

আমার পইতে নেই এটা দেখা যায়

 

বুকের কাছে জামাটা টোপলার মতো ঝুলে থাকে

সহজেই ঘূর্ণি

এলোমেলো হাওয়া ঢোকে

 

গলার মাপটা কোনোদিন ঠিকঠাক নিতে পারেনি দর্জি

খোলা গলায় মুখরভাবে প্রশংসা ও

প্রতিবাদ বেরিয়ে আসে

এবং প্রতিবাদের জন্য ভেঙে ফেলি

আমার সমস্ত বাংকার

 

এইভাবে আমি প্রতিদিন জীবিত থাকি