প্রতীকের সেই ছবি

মাহমুদ কামাল

 

দূরের জানালা থেকে প্রতীকের মতো

একটি সুতীক্ষন তীর ছুটে আসে …

বুকের ভেতরে এই চিত্রকল্প-নদী

বয়ে চলে তিরিশ বছর।

আজ এই কার্তিকের আহত বিকেলে

প্রতীকটি ছায়া হয়ে শরীরে লুকায়।

কাছের জানালা থেকে সৌন্দর্যের নতুন উপমা

যতই দৃষ্টান্ত হোক দৃশ্যের ভেতরে বাইরে

দূরের জানালা থেকে প্রতীকের সেই ছায়াছবি

প্রখর রোদের মতো বিকেলেও নিত্যসঙ্গী হয়।