প্রেম ও প্রার্থনা

নওশাদ জামিল

হে রাষ্ট্র, হে ভ্রষ্ট – মনে রেখো বারবার
কখনো হারেনি কবি, হারবে না আর

কিতাব, পুরাণ, ওহি, বেদ, রামায়ণ
কবির কলমে ঠোঁটে হয়েছে বয়ন
চর্যাপদ, ইলিয়াদ-ওডিসি আখ্যানে
কবি থাকে শৌর্যে-বীর্যে শীর্ষে সবখানে

জীবাত্মার পরমাত্মা এক দ্যোতনায়
পলকে ফালাক কাঁদে কবি ইশারায়
গ্রহ-নক্ষত্রের ফুল, মাটির মৌতাত
পৃথিবীকে তারা দিলো প্রথম প্রভাত

হে শিষ্ট, হে নষ্ট – জেনে রেখো প্রতিবার
মাতৃগর্ভে কবিরূপে জন্মে অবতার

সাগরের তল থেকে ডুবুরির মতো
কবিরা এনেছে মণিকাঞ্চন সতত
একলাখ চব্বিশ হাজার নবী হতে
কবিরা নিয়েছে বাণী দুই হাত পেতে

সত্যের সমুখে যারা থাকে অবিচল
আকাশের তীরে তারা সদা জ্বলজ্বল
তাকে বলো কবি – আমি বলি ধ্রুবতারা
কবির আলোক খোঁজে সব কূলহারা

কবিকে প্রত্যয় দিয়ে পাঠান ঈশ্বর
তারা তো শেখায় ভালোবাসা অবিনশ্বর
সুর ও বাণীতে তারা নাচায় ত্রিকাল
কবির বিজয়রথে সাক্ষী মহাকাল

হে নম্র, হে উগ্র – মনে রেখো বারবার
প্রেম ও প্রার্থনা ছাড়া নেই কিছু আর

প্রেমের পরাণ জানে আত্মার সন্ধান
সবকিছু পাবে যদি করো আত্মদান
নিঃসংকোচে পাড়ি দাও প্রেমের পরিখা
ভালোবাসা শ্রেষ্ঠতম অনির্বাণ শিখা

কবি-শিল্পী পৃথিবীর অনন্ত প্রতিভা
ছড়িয়ে দিয়েছে তারা সৌন্দর্যের বিভা
ব্যথিত মনের কোণে ছোঁয়াও পরশ
ভালোবাসা ছাড়া ব্যর্থ সব খ্যাতিযশ

সমাজ, সংসার – জেনে রেখো বারবার
যুগে যুগে কবি-শিল্পী অলঙ্ঘ্য, অপার

ব্যর্থতা, হতাশা ভুলে প্রেমের পরান
বয়ে যায় আনন্দের ধারা অফুরান
হৃদঘর শূন্য করে জানাও সম্মতি
পৃথিবী বাঁচাতে দাও প্রকৃত প্রতীতি

রক্তের বদলে রক্ত শুধু করে ক্ষয়
প্রেমহীন ব্যর্থ হয় সমস্ত বিজয়
প্রেতায়িত শিকারির হৃদয়কে খুঁড়ে
গভীর বিশ্বাসে টেনে নাও বাহুডোরে

দুঃখণ্ডগ্লানি, ছলনার হিংস্র কারাগার
প্রেম-ইশারায় ভেঙে যায় সব দ্বার
হৃদয়ে ফোটাও মানবতা, প্রেমগাথা
ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ রূপকথা

হে শিশু, হে দিশা – মনে রেখো বারবার
প্রেম ও প্রার্থনা ছাড়া নেই কিছু আর!