ফাউ অর্থাৎ কনজুমার্স সারপ্লাস

আসাদ চৌধুরী

টিকা-টিপ্পনী-বিহীন জ্বলে-ওঠা আড্ডা-লাইব্রেরি
(প্রকাশনা-সন-তারিখের নাম গন্ধ নেই)।
তাত্ত্বিক এবং অ্যাকটিভিস্ট সিগারেট ভাগাভাগি করে,
বাক্যে গরম হরফ নেই, তাদের আস্তিন যথাস্থানে,
হয়নি গোটাতে।
আমার নিজস্ব জ্ঞান-চর্চা এই মতো,
বাপ-চাচাদের কাছ থেকে পাওয়া, (প্লিজ,
আমাকে না দেখাবেন এথেন্স শহর, না হাইকোর্ট)।

মনে-মনে আরো একবার হেমন্তের ইয়াব্বড়ো চাঁদটিকে
শশি বলে ডেকে উঠলাম।
এই নামে নবাগতা
এক নায়িকার সঙ্গে ক্যামেরার সামনে মেলা বকবক
করেছি, উচ্ছল তরুণীটির সঙ্গে দুপাক নৃত্যের দৃশ্য
স্মার্ট প্রযোজক সৌরভ উড়িয়ে দিয়েছে।
কোন ফাঁকে
শৈশবের গাঙ্ আর ভাটিয়ালির বিপুল মওজুদ
আর বিশাল আকাশ তার সর্বশেষ সংস্করণের কপিটি
চুপ-চুপ করে পকেটে দিয়েছে গুঁজে করিনি খেয়াল।